অধ্যাপক রাসেলের দাফন সম্পন্ন

0
531

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাহাবুবুর রহমান রাসেলের দাফন সম্পন্ন হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সুলতানপুরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

সোমবার দিবাগত রাতে ৩৭ বছর বয়েসী মাহাবুবুর রহমান রাসেল ঢাকার বাসাবো এলাকায় বোনের বাসায় মারা যান।

উল্লেখ্য, গত বছরের ২১ সেপ্টেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হন মাহাবুবুর রহমান রাসেল। প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আনা হয় ঢাকায়। দীর্ঘ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও চিকিৎসাধীন ছিলেন। কয়েকমাস আগে চিকিৎসার জন্য ভারতেও নেয়া হয়।