একুশে পদকপ্রাপ্ত কবি ও স্থপতি রবিউল হুসাইন চির বিদায় নিয়েছেন।
রবিউল হুসাইন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান।
মুক্তিযুদ্ধ জাদুঘরের অনুষ্ঠান সমন্বয়ক রফিকুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৭৬ বছর বয়সী রবিউল হুসাইন রক্তের জটিলতায় ভুগছিলেন। দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে সোমবার তাকে সিসিইউতে নেয়া হয়।
রবিউল হুসাইন ১৯৪৩ সালে ঝিনাইদহের শৈলকূপায় জন্মগ্রহণ করেন। ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে (বর্তমান বুয়েট) আর্কিটেকচার ফ্যাকাল্টিতে পড়ালেখা করেন। ছাত্রাবস্থা থেকেই তিনি নিয়মিত লেখালেখি করতেন।
তিনি একাধারে স্থপতি, কবি, শিল্প-সমালোচক, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী।
ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৮ সালে তিনি একুশে পদক পান।
রবিউল হুসাইন ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্রের ট্রাস্টি এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী পরিষদের সদস্য।