প্রায় ২৪ ঘন্টা পর অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। কিশোরগঞ্জের হাওর এলাকা থেকে র্যাব-১৪ অপহরণকারী চার যুবককেও গ্রেফতার করেছে।
র্যাব জানিয়েছে, বুধবার কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকা থেকে ওই কলেজ ছাত্রীকে অপহরণ করে চার বখাটে। অভিযোগ পাওয়ার পর সেল ফোন নাম্বারের সূত্র ধরে অভিযান চালায় র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
বৃহস্পতিবার করিমগঞ্জ উপজেলার সূতারপাড়া ইয়নিয়নের বালিখোলা এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের দায়ে অভিযুক্ত বিল্লাল হোসেন (২২), তরিকুল ইসলাম রাব্বী (২১), আবুল হোসাইন (২০) ও সৌরভ ঘোষ (১৯)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার করা চার বখাটেকে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানিয়েছেন, উদ্ধার হওয়া ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট হাতে পেলে মামলা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।