অভিযোগ, পাল্টা অভিযোগ, সাংবাদিকদের ওপর হামলাসহ নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। এখন অপেক্ষা ফল জানার। তবে এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হওয়ায় নির্বাচনের ফল জানতে বেশি সময় লাগবে না।
আজ শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট নেয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে একযোগে ভোট গ্রহণ চলে।
এবার ঢাকা সিটির দুই করপোরেশনের সব কেন্দ্রেই ইভিএম-এ ভোট গ্রহণ হয়। মোট কেন্দ্র ছিল ২ হাজার ৪শ’ ৬৮টি। কেন্দ্রগুলোতে ইভিএম ছিল ১৪ হাজার ৪শ’ ৩৪টি।
দুই সিটির মোট ভোটারের সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪শ’ ৬৭ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ২৬ লাখ ২০ হাজার ৪শ’ ৫৯ জন।
ঢাকা উত্তর সিটিতে ১৪ লাখ ৬০ হাজার ৭শ’ ৬ জন নারী ভোটারসহ মোট ভোটারের সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২শ’ ৭৩ জন।
অন্য দিকে, ঢাকা দক্ষিণ সিটিতে মোট ভোটারের সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১শ’ ৯৪ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ১১ লাখ ৫৯ হাজার ৭শ’ ৫৩ জন।