ঘন কুয়াশা সাড়ে ৬ ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর। এই সময়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের কোন বিমান নামেনি বা উড়ে যেতে পারেনি। সকাল ১০টা থেকে বিমান চলাচল শুরু হয়েছে।সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে বিমান চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক কর্মকর্তা এস এম ওহিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
ওহিদুর রহমান জানান, ৬শ’ থেকে ৮শ’ মিটার পর্যন্ত দৃষ্টিসীমা স্বচ্ছ থাকলে বিমান ওঠানামা করে। কিন্তু আজ সকালেও রানওয়ে এলাকার দৃষ্টিসীমা ছিল ৫০ থেকে ১শ’ মিটারের মধ্যে।
তিনি জানান, গতরাত থেকে সকাল পর্যন্ত ছয়টি আন্তর্জাতিক ফ্লাইটের অবতরণ করানো হয় ব্যাংকক, মান্ডালা ও কোলকাতায়। দৃষ্টিসীমা ঠিক হওয়ার পর শাহজালাল বিমানবন্দর থেকে বিমান চলাচল শুরু হয়।