প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের চলতি দায়িত্বে থাকা মো. নজিবুর রহমান ৩১ ডিসেম্বর মঙ্গলবার থেকে অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউস।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আজ (সোমবার) শেষ অফিস করলেন নজিবুর রহমান। মঙ্গলবার থেকে প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের দায়িত্ব পালন করবেন আহমদ কায়কাউস।
ওয়ারেন্ট অব প্রেসিডেন্স, ১৯৮৬ অনুযায়ী রাষ্ট্রীয় মর্যাদার দ্বাদশ স্থানে রয়েছে মন্ত্রিপরিষদ সচিব ও মূখ্য সচিব। অবশ্য মন্ত্রিপরিষদ সচিব ও মূখ্য সচিবের মাঝামাঝি অবস্থান তিন বাহিনী প্রধানের।
আহমদ কায়কাউস ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি সিনিয়র সচিব হন।