অভিনয়শিল্পী দম্পতির গৃহকর্মীর লাশ উদ্ধার

0
1073
বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার। ফাইল ছবি।

অভিনয় শিল্পী দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশীরা বলছেন, তাদের সামনেই ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে কিশোরী তানজিন। ১৫ বছর বয়েসি তানজিন কি কারণে আত্যহত্যা করেছে তা জানা যায়নি।

বৃহস্পতিবার দুপুরে রাজউক কর্মার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। তানজিন উত্তরা ৭ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে বিজরী-দিনার দম্পতির বাসায় গৃহকর্মি ছিল।

নিহত তানজিনের বাড়ি সুনামগঞ্জ জেলার শালনা উপজেলায়। তার বাবার নাম আবদুল হাকিম।

জানা গেছে, তানজিনকে সাধারণত ছাদে যেতে দেয়া হতো না। শুধু তানজিনই নয়, ওই ভবনের কেউই ৯তলা ভবনের ছাদে খুব একটা যেতেন না। তানজিন ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তানজিনকে ছাদ থেকে লাফ দিতে দেখেন পাশের ভবনের ছাদে থাকা দুই জন। তারা দুই জনই তানজিনকে লাফ দিতে নিষেধ করেন। কিন্তু সে নিষেধ না শুনে ছাদ থেকে লাফিয়ে পড়ে।

প্রতিবেশীরা জানান, কিশোরী তানজিনকে বাসার সবাই স্নেহ করতেন। নিয়মিত নতুন জামা-কাপড় কিনে দিত। তার সাথে বিজরী-দিনার দম্পতি গৃহকর্মীসুলভ আচরণ করতেন না। পরিবারের সদস্য হিসেবেই সে সেখানে কাজ করতো।

উত্তরা পূর্ব থানা পুলিশ তার আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছে।