অসহায়ের পাশে…

0
1283
আশরাফউদ্দিন আহমেদ রুবেল নিজ উদ্যোগে খাবার পৌছে দেয়ার ব্যবস্থা করছেন নিম্ন আয়ের মানুষদের কাছে

করোনা ভাইরাসের কারণে ঘরে অবস্থান করছেন সবাই। ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। নিজ উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রি বিতরণ করে রাজধানীর সূত্রাপুর এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন আশরাফউদ্দিন আহমেদ রুবেল। নিজ এলাকায় সহায়তা সামগ্রি হিসেবে খাবার পৌঁছে দিলেন ঘরে ঘরে।

কবি নজরুল সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম-আহ্বায়ক (সার্বিক) আশরাফউদ্দিন আহমেদ রুবেল স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত।

রুবেল সূত্রাপুর এলাকার ৫০টি পরিবারের জন্য খাবার সামগ্রি কেনেন নিজের টাকায়। পাঁচ কেজি চাল, এক লিটার ভোজ্য তেল, একটা সাবান, আলু, এক কেজি ডাল, এক কেজি লবন, চিনি এক কেজি ও একটি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সাজিয়েছেন বাজারের থলি।

সাবেক এই ছাত্রনেতা আর্ট নিউজকে জানান, তিনি তার সামর্থ্য মত সহায়তা করছেন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নেয়া উদ্যোগের কারণে নিম্ন আয়ের মানুষদের এখন কাজ নেই। তাদের এই দুঃসময়ে তিনি পাশে দাঁড়িয়েছেন মাত্র। যে যার সামর্থ্য অনুযায়ী নিম্ন আয়ের অস্বচ্ছল মানুষদের পাশে দাঁড়াতে তিনি সবার প্রতি আহ্বান জানান।