ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরণ অনশনরত চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য তারা অনশন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। অসুস্থ হলেও দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
শুক্রবার সকালে চিকিৎসক এসে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এখন তারা কিছুটা ভাল আছেন। অসুস্থ হয়েছেন জগন্নাথ হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক কাজল দাস এবং নাটকলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র অপূর্ব চক্রবর্তী। অতিরিক্ত শীতের কারণে বৃহস্পতিবার রাতে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন।
উল্লেখ্য, ঢাকার দুই সিটি রপোরেশনের নির্বাচনের দিন স্বরস্বতী পুজা। ৫০ জন শিক্ষার্থী নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন।
জগন্নাথ হল ছাত্র সংসদের সহ-সভাপিত উৎপল বিশ্বাস আর্ট নিউজকে বলেন, বৃহস্পতিবার থেকে নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছি। ইতোমধ্যে ৪/৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। কাজল দাসকে স্যালাইন দেয়ার পর এখন কিছুটা সুস্থ আছেন।
উৎপল বলেন, প্রচণ্ড শীতে অনশন করতে গিয়ে আমরা অসুস্থ হয়ে পড়ছি, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ দেখতে আসেননি। শুধু জগন্নাথ হলের প্রভোস্ট সকালে একবার এসে আমাদের দেখে গেছেন। অসুস্থদের বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার ব্যবস্থা করেছেন তিনি।