আইইডিসিআর’র ৮ জন করোনা আক্রান্ত

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা কোয়ারেন্টাইনে

0
970

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোয়ারেন্টাইনে আছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আলমগীর হোসেন।

ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরার ফেসবুক থেকে নেয়া ছবি

করোনায় আক্রান্ত ৮ জনকে রাজধানীর সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও আলমগীর হোসেন নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন।

জানা গেছে, আইইডিসিআর-এর আক্রান্ত ৮ জনই কোভিড-১৯ টেস্ট কাজে জড়িত ছিলেন। তারা করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর মীরজাদী সেব্রিনা ফ্লোরারও কোভিড-১৯ টেস্ট করা হয়। প্রথম পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ হলেও তিনি স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে যান।

আইইডিসিআর-এর ৮ জন স্টাফ করোনা পজেটিভ হওয়ার কারণে তাদের সংস্পর্শে আসা অন্যদেরও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদেরও করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা করা হচ্ছে।