আইন প্রয়োগে অহেতুক বাড়াবাড়ি নয়

0
589

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন সড়ক আইন প্রয়োগে অহেতুক বাড়াবাড়ি হবে না। তিনি জানিয়েছেন, এই আইন নিয়ে শ্রমিকদের ধর্মঘটও আর নেই।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

১ নভেম্বর নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হলেও মামলা ও শাস্তি দেয়ার কার্যক্রম মৌখিকভাবে দুই সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছিল। গত বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হয়েছে। এরপর থেকেই ঘোষিত-অঘোষিত পরিবহন ধর্মঘট ডাকতে শুরু করে পরিবহন সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক সংগঠনগুলো।

পরিবহন ধর্মঘটে সারাদেশে মানুষ চরম দুর্ভোগ পোহায়। বুধবার রাত ১টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আশ্বাসে বাস-ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করার ঘোষণা দেন।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, পরিবহন ধর্মঘট আর নেই। সব কিছুই আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার এখন কোনো কারণ নেই। তিনি বলেন, আইন প্রয়োগ করতে গিয়ে যদি কোনোকিছু অসঙ্গতি হয়, তাহলে সেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো।

দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নেতা-কর্মীদেরকে চাঙা রাখার জন্য তাদের (বিএনপি নেতাদের) অনেক মিথ্যাচার করতে হয়। সরকারবিরোধী কথাবার্তা বলতে হয়।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সম্মেলনে সাংস্কৃতিক আয়োজন হবে অল্প সময়ের জন্য। সম্মেলনের চেয়ে মুজিববর্ষের আয়োজনকে আওয়ামী লীগ বেশি গুরুত্ব দিচ্ছে।

আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, চিত্রনায়ক আকবর হোসেন খাঁন পাঠান (ফারুক), সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন, সাইফুল আজম বাশার, লিয়াকত আলী লাকী, আহকাম উল্লাহ অমল, মেহের আফরোজ শাওন, জয়দেব নন্দীসহ অন্যরা।