আইসোলেশনে থাকা দুই জনের মৃত্যু

0
735

ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে আইসোলেশনে থাকা দুই ব্যক্তি মারা গেছেন। করোনা সন্দেহে তাদের রক্তের নমুনা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এ পাঠানো হয়েছে।

বুধবার (আজ) রাতে এই দুই জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকার পরিচালক (অর্থ) ডাক্তার আলাউদ্দিন আল আজাদ।

তিনি জানান, মঙ্গলবার রাতে সর্দি, কাশি উপসর্গ নিয়ে তারা হাসপাতালে ভর্তি হন। গতরাতেই তাদের একজন মারা যান। আরেকজন আজ সকালে মারা গেছেন।

ডাক্তার আজাদ জানান, তাদের দুই জনেরই রক্তের নমুনা আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার পর মরদেহ হস্তান্তর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। যদি ফল নেগেটিভ আসে তাহলে দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর যদি পজেটিভ হয় তাহলে বিধি অনুযায়ী দাফন করা হবে।