করোনা ভাইরাসে দেশে আরও দুইজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে। তবে গত ২৪ ঘন্টায় কেউ মারা যাননি।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অফিদফতরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডাক্তার হাবিবুর ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘন্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে দুই জন পুরুষের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের এক জনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। আরেক জনের বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে। তারা কিভাবে আক্রান্ত হয়েছেন তা এখনও জানা যায়নি বলে উল্লেখ করেন ডাক্তার হাবিব।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে আইসোলেশনে নেয়া হয়েছে পাঁচ জনকে। বর্তমানে ৭৮ জন আইসোলেশনে আছেন।
হাবিবুর রহমান জানান, করোনা ভাইরাস পরীক্ষার পরিধি বাড়ানো হয়েছে। ঢাকাসহ দেশের আরও চারটি প্রতিষ্ঠানে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রতি উপজেলায় কমপক্ষে ২ জন করে নমুনা পরীক্ষা করতে। প্রধানমন্ত্রীর নির্দেশে ২৪ ঘন্টায় এক হাজার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।