আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অুষ্ঠিত হবে টুঙ্গীপাড়ায়। আগামীকাল শুক্রবার সকালে কার্যনির্বাহী কমিটির সবাই গোপালগঞ্জের উদ্দেশে রওনা হবেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রওনা হবেন সকাল ১০টার দিকে।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলের ২১তম কাউন্সিলে নির্বাচিতদের নিয়ে শুক্রবার সকাল ১১টায় টুঙ্গীপাড়ায় নবনির্বাচিত নেতাদের নিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন শেখ হাসিনা।
এরপর বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর সেখানে কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। দুপুর ২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশে রওনা হবেন।
এসব কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় নেতারা সকাল ৭টায় সড়ক পথে রওনা হবেন। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেক হাসিনা সকাল ১০টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে টুঙ্গীপাড়া পৌঁছুবেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ এসএম খুরশিদ-উল-আলম ইতোমধ্যেই গোপালগঞ্জ জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছেন।