আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ

0
515

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ শুরু হয়েছে। দুই করপোরেশনের জন্য প্রথম দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিন জন। মনোনয়নপত্র সংগ্রহ করতে লাগছে ২৫ হাজার টাকা।

বুধবার বিকেলে ধানমণ্ডি ৩/এ সড়কের আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্তমান মেয়র আতিকুল ইসলামের পক্ষ থেকে মনোনয়নয়নপত্র সংগ্রহ করা হয়।

মেয়র আতিকের পক্ষে তার ছোটভাই আবু মাহমুদ খান ও মেয়রের ব্যক্তিগত সহকারি সাইফুদ্দিন ইমন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের জন্য জাতীয় সংসদের ঢাকা-৭ আসনের সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও ১০ আসনের সদস্য শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

অন্যদিকে, শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল। এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বেশ কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।