আকাশে দেখা যাবে ডায়মন্ড রিং বা হীরার আংটি। আকাশ পরিস্কার থাকলে বৃহস্পতিবার বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে বাংলাদেশ থেকেও।
আন্তঃবাহিনী পরিদপ্তর (আইএসপিআর) জানাচ্ছে, বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে গ্রহণ শুরু হবে। শেষ হবে দুপুর ২টা ৫ মিনিটে। এবছর ৬ জানুয়ারি ও ২ জুলাই আরও দুইবার সূর্য গ্রহণ হয়েছিল। তবে ওই দুইবার তা বাংলাদেশ থেকে দেখা যায়নি।
এবারের সূর্যগ্রহণ দেখা যাবে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও পূর্ব আফ্রিকার কয়েকটি দেশ থেকে। পৃথিবী ও সূর্যের মাঝে থাকা চাঁদ যদি সূর্যকে পুরোপুরি ঢাকতে না পারে তবে বলয়গ্রাস সূর্যগ্রহণ হয়। এ সময় সূর্যকে উজ্জল রঙের একটি বলয়ের মতো মনে হয় এবং মাঝখানটা কালো থাকে। এক পর্যায়ে একে একটি ডায়মণ্ড আংটির মতো দেখাবে।