আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়ালো

0
324

গত ২৪ ঘন্টায় দেশে ১ হাজার ২০২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। দেশে বর্তমানে করোনা ভাইরাসের শনাক্ত হওয়া ২০ হাজার ৬৫ জন রোগী রয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে মৃত্যু হলো ২৯৮ জনের।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, কোভিড-১৯ রোগ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮২ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৭৯ জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় সর্বাধিক ৮ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১ হাজার ২০২ জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়েছে।

তিনি বলেন, গতকালের চেয়ে আজ ১৬১ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৪১ জন।

ডাক্তার নাসিমা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৫৩৯টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৭ হাজার ৮৩৭টি। নমুনা সংগ্রহ আগের দিনের চেয়ে ১ হাজার ৭০২টি বেশি। গত ২৪ ঘন্টায় ঢাকায় ২০টি ও ঢাকার বাইরের ২১টিসহ দেশের ৪১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে এ যাবৎকালের সর্বোচ্চ ৮ হাজার ৫৮২টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৭ হাজার ৩৯২টি। গতকালের চেয়ে নমুনা পরীক্ষা ১ হাজার ১৯০টি বেশি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৫১২টি।