আচরণবিধি মেনে চলার অঙ্গীকার

তাপসকে ‘বড় ভাই’ ডাকলেন ইশরাক

0
1383

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর মেয়র প্রার্থীরা সবাই নির্বাচন সুষ্ঠু করতে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন মনোনয়নপত্র জমাদানকারী সাত প্রার্থীকেই বৈধ ঘোষণার পর তারা এই অঙ্গীকার করেন। এসময় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী আন্তরিকতার সাথে সুষ্ঠু নির্বাচনে যে যার অবস্থান থেকে ভূমিকা রাখার কথাও বলেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর গোপীবাগে মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে যাচাই-বাছাই শেষে বৈধ প্রর্থীদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

এরপর আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস রিটার্নিং কর্মকর্তাসহ সবাইকে ধন্যবাদ জানান। বলেন, ‘নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছি। তিনি বলেন, সবার অংশগ্রহণে উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

ফজলে নূর তাপস তার সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, ‘আমার দল ও আমার নির্বাচনী কার্যক্রমে যারা অংশ নিবেন, তাদের সবাইকে অনুরোধ করবো, কমিশনের সব নিয়মকানুন মেনে প্রচারণা চালাবেন।’

বিএনপি প্রার্থী ইশরাক হোসেন তাপসের সাথে সুর মিলিয়ে ভোটারদের ৩০ জানুয়ারি ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমার বড় ভাই (শেখ ফজলে নূর তাপস) পাশে আছেন, তিনি আমার প্রতিদ্বন্দ্বী।’

ইশরাক বলেন, আমি প্রতিজ্ঞা করছি, নির্বাচনী আচরণবিধি মেনে চলবো। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যারা কাউন্সিলর প্রার্থী হয়েছেন তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি তারাও যেন আচরণবিধি মেনে চলেন।