ফুটবল বিশ্বের শাসক ব্রাজিল। অন্যদিকে, গত ৩/৪ বছর সময়টা ভাল না গেলেও ব্রাজিলকে চোখ রাঙানোর স্পর্ধা দেখানো দল আর্জেন্টিনা। মুখোমুখি লড়াইয়ে দু’দলই নাহি ছাড়ে সূচাগ্র মেদেনী। দুনিয়াজুড়ে সমর্থকরাও মুখিয়ে থাকেন প্রতিপক্ষের কঠোর সমালোচনার জন্য। সেই দুই দল আজ আবার মুখোমুখি হচ্ছে।
আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায় সৌদি আরবের কিং সৌদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে গড়াবে দুদলের মহারণ। স্নায়ুক্ষয়ী এক ম্যাচ উপভোগের অপেক্ষায় ফুটবল দুনিয়া। এটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও ইতোমধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। পুরো ফুটবলবিশ্ব আরও একটি সুপার ক্লাসিকোর সাক্ষী হতে অধীর আগ্রহে বসে আছে।
এদিন রাতে ফুটবলের অন্যতম দুই চিরপ্রতিদ্বন্দ্বী নিজেদের মধ্যকার ১১২তম ম্যাচে মাঠে নামছে। ব্রাজিল-আর্জেন্টিনা সবশেষ একে অপরের মোকাবেলা করে গেল জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে। সেই সাক্ষাতে আলবিসেলেস্তেদের ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠেন সেলেকাওরা। শেষ পর্যন্ত ঐতিহ্যবাহী শিরোপা ঘরে তোলেন তারা।
তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফিরেছেন লিওনেল মেসি। সবকিছু ঠিক থাকলে এ ম্যাচে খেলবেন তিনি। ফলে প্রতিশোধ নেয়ারও সুযোগ পাচ্ছেন হালের ফুটবল ক্রেজ। অন্যদিকে, ইনজুরির কারণে ব্রাজিল দলে নেই পোস্টার বয় নেইমার।
নেইমার না থাকার পরও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের খাটো করে দেখার সুযোগ নেই। তরুণদের নিয়ে গড়া দলটিও হারানোর ক্ষমতা রাখে যে কোন দলকে। তাদের আশা জাগাচ্ছেন উদীয়মান, সম্ভাবনাময়ী ও প্রতিশ্রুতিশীল রদ্রিগো, আর্থার মেলোরা। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিইআইএন স্পোর্টস, টিওয়াইসি স্পোর্টস, স্পোর্টস টিভি এবং এফইউবিওটিভি। বাংলাদেশের দর্শকদের ভরসা অনলাইন টেলিভিশন।