সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সাবেক) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার রায় আজ।
সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন গত ২০ নভেম্বর যুক্তি তর্ক শেষে এই তারিখ ধার্য্য করেন।
ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফীকে আইনবহির্ভূতভাবে জিজ্ঞাসাবাদ করা এবং তার ভিডিও ক্যামেরায় ধারণ করে তা প্রচারের অভিযোগে মামলাটি করা হয়।
মামলাটি সাইবার ট্রাইব্যুনালে ১৫ এপ্রিল দায়ের করা হয়।
ট্রাইব্যুনাল থেকে তদন্তের জন্য মামলাটির দায়িত্ব দেয়া হয় পিবিআই-কে। পিবিআই তদন্ত শেষে ২৭ মে মোয়াজ্জেমের বিরুদ্ধে রিপোর্ট জমা দেয়।
ট্রাইব্যুনাল রিপোর্টটি আমলে নিয়ে মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
এর আগে, নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ডের রায় দেন।