আতিকুলের নির্বাচনী প্রচারণা

তাবিথ আউয়ালের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

0
1716

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা আচরণবিধি মেনে চলছে, কিন্তু বিএনপি নেতা-কর্মীরা মানছেন না।

সোমবার রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটে নির্বাচনী প্রচারণায় এসব অভিযোগ করেন।

বিএনপি প্রার্থীর অভিযোগ সম্পর্কে আতিকুল ইসলাম বলেন, আমরা কাউকে কাজে বাধা দেইনি। তারা মিথ্যা কথা বলছে। আতিক বলেন, একটু আগে বিএনপি’র মিছিল দেখলাম। তারা মাইকে গান বাজাচ্ছিলেন। চাইলে বাধা দিতে পারতাম। কিন্তু আমি তাদের স্বাগত জানিয়েছি। তাদের গান বাজানোর দৃশ্য ভিডিও করেছি। তারা হয়তো নিজেরা বিশৃঙ্খলা করে একটি দোষ আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে।

ভোটারদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা মাদকমুক্ত ঢাকা গড়তে চাই। যদি নির্বাচিত হই অবশ্যই ঢাকাকে জলজট, যানজট, মাদকমুক্ত করবো।