আতিকের নৌকা, তাবিথের ধানের শীষ, রুবেলের কাস্তে

উত্তরেও কাঙ্খিত প্রতীক পেলেন

0
2028

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রার্থীরা তাদের পছন্দসই প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারণায় নেমেছেন সবাই।

শুক্রবার মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম। উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী রয়েছেন ৬ জন।

আওয়ামী লীগের আতিকুল ইসলাম নৌকা, বিএনপি’র তাবিথ আউয়াল ধানের শীষ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর ডা. সাজেদুল হক রুবেল কাস্তে, পিডিপি’র শাহীন খান বাঘ, ইসলামী আন্দোলনের শেখ মোহাম্মদ ফজলে বারী মাসুদ হাতপাখা ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর আনিসুল হক দুলাল আম প্রতীক পেলেন।

প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে আচরণবিধির একটি করে কপি দিয়ে বলেন, আচরণবিধির শতভাগ মেনে চলতে হবে।