পররাষ্ট্র সচিব এম শহীদুল হক জানিয়েছেন, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে বাংলাদেশ সরকারের সাথে কাজ করছে। জাতিসংঘের একটি টেকনিক্যাল টিম এ নিয়ে কাজও করছে বলে তিনি জানান। জাতিসংঘ রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে বিরোধিতা করার তথ্যটি সঠিক নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র সচিব।
সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে ডিপ্লোম্যাটিক রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডিক্যাব) আয়োজিত মতবিনিময়ে শহীদুল হক এসব কথা বলেন।
পররাষ্ট্র সচিব এম শহীদুল হক কথা বলেন মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলা নিয়েও। বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এ বাংলাদেশের লড়ার সুযোগ নেই, লড়বে গাম্বিয়া।
আরেক প্রশ্নের জবাবে সচিব জানান, মিয়ানমারের বিরুদ্ধে আইসিসি-তে যে মামলা হয়েছে তাতে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে সমস্যা হবে না।
বাংলাদেশে থাকা প্রায় ১১ লাখ রোহিঙ্গার জন্য ভাসানচরে প্রায় ১০ হাজার একর জমিতে আবাস গড়া হয়। এর ব্যয় ২ হাজার ৩শ’ ১২ কোটি টাকা।