দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার রাতে হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে হওয়া মামলায় পুলিশ পাঁচ দিনের রিমাণ্ড চায়। ৩৬ ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন এ মামলা করেন।
শনিবার ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামের আদালতে হাজির করে রিমাণ্ড চাওয়া হয়।
উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয় ২০১৩ সালের ১২ ডিসেম্বর। এ বিষয়ে গত বৃহস্পতিবার দৈনিক সংগ্রামে প্রকাশিত প্রতিবেদনে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে শহীদ উল্লেখ করা হয়। এর প্রতিবাদে শুক্রবার মুক্তিযুদ্ধ মঞ্চ দৈনিক সংগ্রাম কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। তারা সেই সময় আবুল আসাদকে পুলিশে সোপর্দ করে।