আরও একজন সাংবাদিক আক্রান্ত

0
607
গত বৃহস্পতিবার সাংবাদিক গোলাম কিবরিয়ার নমুনা সংগ্রহ করা হয়। ছবি: নাজনীন আখতার তন্বীর ফেসবুক টাইমলাইন থেকে নেয়া।

সাংবাদিক গোলাম কিবরিয়ার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তার স্ত্রী, দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার নাজনীন আখতার তন্বী বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে নাজনীন আখতার তন্বী তার ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেন, “কিবরিয়ার কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। সবার কাছে দোয়া চাই যেনো ও সুস্থ হয়ে ওঠে। আল্লাহ নিশ্চয় আমাদের সহায় থাকবেন।”

ইনডিপেন্ডেন্ট টেলিভিশনে কর্মরত গোলাম কিবরিয়ার শরীরে করোনার উপসর্গ দেখা দেয় কয়েকদিন আগে। জ্বরের কারণে তিনি বাসাতেই আইসোলেশনে ছিলেন।

গত বৃহস্পতিবার পরিবারের সবার করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায় শুক্রবার রাতে। জানা যায়, শুধু গোলাম কিবরিয়া করোনা ভাইরাস পজেটিভ। নাজনীন আখতার তন্বী ও তাদের সন্তানদের রিপোর্ট নেগেটিভ।