দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে করোনা ভাইরাস। মৃতের সংখ্যা বাড়ছে ধারণাতীতভাবে। গেল ২৪ ঘন্টায় চীনের হুবেই প্রদেশের আরও ২৪২ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৫৫ জনে। এছাড়া হংকং ও ফিলিপাইনে মারা গেছেন আরও দুই জন।

বিবিসি বলছে, শুধু চীনেই করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৫৯ হাজার ৫৩৯ জন। দুনিয়াজুড়ে এ সংখ্যা ঠেকেছে ৬০ হাজার ৬৩ জনে। চীন ছাড়া বাকি ২৬টি দেশে যে ৫২৪ জন আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশই চীনের নাগরিক। বিশেষ করে হুবেই প্রদেশের রাজধানী উহানের।

বুধবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, শেষ ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৪০ জন। এর মধ্যে হুবেই প্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৪০ জন। তবে সুখের কথা, করোনা ভাইরাস আক্রান্ত ৫ হাজার ৬৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
কমিশনের তথ্য মতে, আক্রান্তদের মধ্যে প্রায় সাড়ে ৬ হাজার মানুষের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরও ১ লাখ ৮৫ হাজার মানুষ নজরদারিতে আছেন।
চীনা প্রশাসন ইতোমধ্যেই করোনা ভাইরাসের বিস্তার রোধে হুবেই প্রদেশকে নিজেদের দেশসহ পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।