আল্টিমেটাম দিলেন সাংবাদিকরা

0
1678
জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক মাহমুদ হোসাইনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। আলটিমেটাম দিয়েছেন সাত দিনের। বলেছেন, এই সময়ের মধ্যেই গ্রেফতার করতে হবে হামলাকারীদের।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের প্রতিবাদী কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এসময় বক্তারা অবিলম্বেচ্যানেল নাইনের সংবাদকর্মী মাহমুদ হোসাইনের ওপর হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আকতার হোসেন, নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম।

উল্লেখ্য, ১১ জানুয়ারি রাত পৌঁণে১০টার দিকে রাজধানীর রামপুরায় মাহমুদ হোসাইন সন্ত্রাসী হামলার শিকার হন। এ বিষয়ে খিলগাঁও থানায় মামলা হয়েছে।