আসতে হবে পদত্যাগ করে

ইভিএমে সহায়তা করবেন সেনা সদস্যরা

0
817

ঢাকার বর্তমান দুই মেয়র নির্বাচন করতে চাইলে তাদের পদত্যাগ করে আসতে হবে। এছাড়া দুই সিটিতেই ভোট গ্রহণ হবে ইভিএম ব্যবহার করে। থাকবেন সেনা সদস্যরা।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সহায়তা করবেন সেনা সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণার সময় এ কথা জানান।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি নূরুল হুদা দুই সিটির তফসিল ঘোষণা করেন। এ সময় সাংবাদিকদেপ সাথে আলাপকালে সিইসি জানালেন, ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিটি কেন্দ্রে থাকবেন সেনা সদস্যরা।

সিইসি জানান, নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে তিনি আশাবাদী। এই সময় সিইসি বলেন, পুলিশ ও বিজিবি নির্বাচনে আইন শৃঙ্খলার দিকে নজর রাখবে। এছাড়া প্রতি কেন্দ্রে ইভিএম পরিচালনায় সহায়তা করতে থাকবেন দুই জন করে সেনা সদস্য।

সিইসি হুদা রাজধানীর ভোটারদের ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। বলেন, ভোটারদের দায়িত্ব আমরা নিব। ভোটাররা ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরবেন। সেই নিরাপত্তা আমরা নিশ্চিত করবো।