করোনা ভাইরাস যেন পণ করেছে ইতালিকে নিঃস্ব করে দেয়ার। কোভিড-১৯ গত ২৪ ঘন্টায় আরও ৯৬৯ জনের প্রাণ কেড়ে নিল ইতালিতে। শুক্রবার ইতালিজুড়ে আরও ৯৬৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১৩৪ জন।

এমন দুর্যোগের মধ্যে ইতালির জনগণের জন্য আশার কথা, ব্রাজিল থেকে ডাক্তারি ইক্যুইপমেন্ট ইতালিতে এসে পৌঁছেছে।
এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯০৯ জন। এ নিয়ে দেশেটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪৯৮ জন। এর মধ্য থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৩২ জন। তবে ৩ হাজার ৭৩২ জনের অবস্থা সঙ্কটাপন্ন।
বর্তমানে ইতালিতে চিকিৎসাধীন আছেন ৬৬ হাজার ৪১৪ চন করোনা ভাইরাস আক্রান্ত রোগী।
স্বাস্থ বিভাগ জানিয়েছে, আপাতত তাদের মাস্ক সমস্যার সমাধান হয়েছে। ইতোমধ্যেই ৯৬ লাখ মাস্ক দেশের বিভিন্ন হাসপাতাল ও স্পর্শকাতর এলাকাগুলোতে সরবরাহের ব্যবস্থা হয়েছে।
এদিকে, ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে জনগণের উদ্দেশে বলেছেন, ইতোমধ্যেই আমরা বুঝেছি কেন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তিনি জানান, জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে যেতে চাইলে নতুন আরেকটি ডিক্রি করে সেলফ-সার্টিফিকেশন সাথে রাখতে হবে। বাসার বাইরে গেলে এই নিয়ম মানতে হবে। নিয়ম না মানলে গুনতে হবে জরিমানার তিন হাজার ইউরো।
Leave a Reply