ইতালিতে গেল ২৪ ঘন্টায় আরও ৮১২ জন মারা গেছেন। এ নিয়ে সোমবার পর্যন্ত দেশটিতে মোট ১১ হাজার ৫৯১ জন মারা গেলেন।
দেশটির স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, সোমবার আরও ৮১২ জন মারা গেছেন। এছাড়া ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪ হাজার ৫০ জন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ১ হাজার ৭৩৯ জন।
ইতালিতে একদিনে সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে গেল শুক্রবার। সেদিন মোট ৯১৯ জন মারা যান। শনিবার মারা গিয়েছেন ৮৮৯ জন।