করোনা ভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা বেড়েছে। শেষ ২৪ ঘন্টায় আরও ৬৬২ জন মারা গেছেন। এই নিয়ে ইউরোপের দেশটিতে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১৬৫ জনে।
বৃহস্পতিবার ইতালির স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। তাদের হিসেব অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত ৮০ হাজার ৫৩৯ জন আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৩৬১ জন। খবর: এএফপি ও রয়টার্সের।
চীনের উহান থেকে শুরু হওয়া এই ভাইরাস ছড়িয়েছে পৃথিবীর ১৯৬টি দেশ ও অঞ্চলে।