ইতালিতে লকডাউনের মেয়াদ বাড়লো

0
636

ইতালি বুধবার করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে লকডাউনের সময়সীমা ১৩ এপিল পর্যন্ত বাড়িয়েছে। করোনায় দেশটিতে এ পর্যন্ত ১৩,১১৫ জন প্রাণ হারিয়েছেন।

প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে জাতির উদ্দেশে দেয়া টেলিভিশন ভাষণে বলেন, এখন পদক্ষেপসমূহ শিথিল করলে আমাদের সকল প্রচেষ্টা বৃথা যাবে। খবর: বাসস।

এর আগে সোমবার ইতালির স্বাস্থ্যমন্ত্রী লকডাউনের সময়সীমা বাড়ানো প্রত্যাশিত উল্লেখ করে বলেন, ব্যবসা বাণিজ্য ও জনসমাবেশ অন্তত ১২ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
দেশটিতে আক্রান্তের সংখ্যা কমে এলেও প্রতিদিনের মৃত্যুর সংখ্যা অনেক বেশি। বুধবার ইতালিতে আরো ৭২৭ জন মারা গেছে।

এছাড়া কেবলমাত্র গত তিন দিনে মারা গেছেন ২ হাজার ৩৭৬ জন।

এদিকে ভাইরাস ছড়াতে না দিয়ে দেশটিতে কীভাবে স্বল্প পরিসরে ব্যবসায়িক কাজকর্ম শুরু করা যায় তা নিয়ে কর্মকর্তারা একমত হতে পারছেন না।

ইতালির বড়ো ব্যবসায়িক ইউনিয়ন কনফাইনডাসট্রিয়ার হিসেব মতে, প্রতি সপ্তাহের লকডাউনে দেশটির বার্ষিক গড় আভ্যন্তরীণ উৎপাদন শূণ্য দশমিক ৭৫ শতাংশ কমে যাচ্ছে।
কিন্তু দেশটির প্রধানমন্ত্রী গত ১২ মার্চ থেকে চলা লকডাউন কবে শিথিল করা হবে সে বিষয়ে কোন আভাস দেননি। তিনি বলেছেন, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই পদক্ষেপসমূহ প্রত্যাহার কর হবে।

তিনি বলেন, কিন্তু আমি আপনাদের বলতে পারছি না এটি ১৪ এপ্রিল থেকেই শুরু হবে।