ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার যাবেন, ফিরবেন শনিবার

0
1505
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় সফরে ইতালি যাচ্ছেন। ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্টির আমন্ত্রণে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার তিনি রোমের উদ্দেশে যাত্রা করবেন।

মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে প্রধানমন্ত্রী রোমের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।একই দিন ইতালির স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় তিনি রোম পৌঁছাবেন।

বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। বিমান বন্দর থেকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রায় যাবেন পার্কো দ্য প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা’য়। ইতালি অবস্থানকালে প্রধানমন্ত্রী সেই হোটেলেই থাকবেন।

সন্ধ্যায় পার্কো দ্য প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা’য় বাংলাদেশ কমিউনিটির অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী। ৫ ফেব্রুয়ারি সকালে রোমের ভায়া দেল এন্টারটাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করবেন।

বুধবার তিনি ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্টির দ্বি-পাক্ষিক আলোচনায় অংশ নিবেন। এছাড়া ইতালিয়ান প্রধানমন্ত্রীর বাসভবন প্লাজো চিগিতে মধ্যাহ্নভোজে যোগ দিবেন। দুই শীর্ষ নেতার আলোচনায় দ্বি-পাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও বৈশ্বিক নানা বিষয় স্থান পাবে বলে জানা গেছে।

দুই শীর্ষ নেতার বৈঠকের পর ইতালির শীর্ষ ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করবেন পার্কো দ্য প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা’য়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সাথে দেখা করবেন শেখ হাসিনা। ভ্যাটিকান সিটি থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে রোম থেকে ট্রেনে মিলানের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

মিলান সফরে অ্যাক্সেলসিয়র হোটেল গালিয়ায় অবস্থান করবেন শেখ হাসিনা। পরদিন স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে তিনি এমিরাটসের একটি ফ্লাইটে মিলানের মালপেন্সা বিমান বন্দর থেকে রওনা হবেন। দুবাই হয়ে ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল সোয়া ৮টায় দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।