বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট-এর একজন ক্যামেরাপার্সন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সংস্পর্শে আসা ৪৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান নিজের ফেসবুক টাইমলাইনে এ তথ্য জানান।
তিনি জানান, আক্রান্ত ব্যক্তি ২৬ মার্চ শেষ অফিস করেছেন। ওই দিন রাতে তিনি ফোনে অফিসকে জানান নিজের উপসর্গের কথা। পরে পরীক্ষা করে তিনি কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়। বর্তমানে তিনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।
শামসুর রহমান জানান, করোনা আক্রান্ত কর্মীর সংস্পর্শে আসা অফিসের ৪৭ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত অন্য কোন কর্মীর করোনা ভাইরাসের উপসর্গ দেখা যায়নি।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান ভিডিও বার্তায় জানান, তার অফিসের এককর্মী করোনা ভাইরাস আক্রান্ত: