ইফা মহাপরিচালকের পতন

0
1406

অবশেষে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) থেকে বিদায় নিচ্ছেন ব্যাপক সমালোচিত মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।  মহাপরিচালক পদে তার স্থলাভিষিক্ত হচ্ছেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ পরিবর্তন আনা হয়। আদেশে বলা হয়, চলতি বছরের ৩০ ডিসেম্বর ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে সামীম মোহাম্মদ আফজালের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে।

আদেশে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আর্থিক ক্ষমতাসহ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।

সামীম মোহাম্মদ আফজাল এগারো বছর যাবৎ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরির বয়স শেষ হলে তাকে দুই দফা চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

সামীম মোহাম্মদ আফজালের বিরুদ্ধে দুর্ণীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।