ইরফান-নীলার নিশিরাতের গল্প

0
466

২৯ অক্টোবর, (বিনোদন ডেস্ক): ইরফান সাজ্জাদ আর নীলাঞ্জনা নীলা সুখেই ছিলেন। তাদের সংসারে তাসনিয়া ফারিনের উপস্থিতি সব কিছু পাল্টে দেয়।

ইরফানের সাথে ফারিনের ঘনিষ্ঠতা বাড়ে। দু’জনের ফোনালাপও বাড়তে থাকে। নীলা টের পান কোথায় যেন সুখের সুতায় টান লেগেছে। সরাসরি ইরফানের কাছেই ফারিন সম্পর্কে জানতে চান।

নীলার কাছে ফারিনের সাথে সম্পর্কের কথা অস্বীকার করেন ইরফান। ইরফানের কথা বিশ্বাস হয় না নীলার। স্বভাবতই বাড়ে দূরত্ব, তৈরি হয় দ্বন্দ্ব।

এতো গেলো নীলার কথা। ফারিনের কি অবস্থা? ইরফানকে নিয়ে পালিয়ে যেতে চান ফারিন।

এমন ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে তৈরি নাটকের নাম ‘নিশি রাতের গল্প’। শেখ সেলিম পরিচালিত নাটকটি শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টায় প্রচারিত হবে আরটিভিতে।

বিদ্যুৎ রায়ের লেখা নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, নীলাঞ্জনা নীলা, তাসনিয়া ফারিন, ইশরাত ইলা ও মোশারফ হোসেন।

বিনোদন/এসকেএম/আরএম