ইসমত আরা সাদেক মারা গেছেন

0
1459

জাতীয় সংসদের যশোর-৬ আসনের সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার বেলা ১১টায় তিনি মারা যান।

ইসমত আরা সাদেকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমীন চৌধুরী শোক জানিয়েছেন।

ইসমত আরা সাদেক ১৯৪২ সালের ১২ ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহন করেন। তিনি ১৯৫৬ সালে বগুড়ার ভিএম গার্লস স্কুল থেকে মেট্রিকুলেশন ও ১৯৫৮ সালে ঢাকার হলিক্রস থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। স্নাতক ডিগ্রি অর্জন করেন ইডেন কলেজ থেকে ১৯৬০ সালে।

১৯৯২ সালে ইসমত আরা সাদেক ও তার স্বামী সাবেক সচিব এ এস এইচ কে সাদেক বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন। ইসমত আরা ১৯৯৬ সালে কেশবপুরে মহিলা আওয়ামী লীগের কার্যক্রম শুরু করেন।

এ এস এইচ কে সাদেক  যশোর-৬ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৭ সালে তিনি মারা যান। পরে, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে দলীয় মনোনয়ন পান ইসমত আরা সাদেক।

ইসমত আরা সাদেক ২০১৪ সালে প্রথমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।

ইসমত আরা সাদেকের ছেলে তানভীর সাদেক পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং মেয়ে নওরীন সাদেক স্থপতি।