ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলকে ক্যানসারের টিউমারের সাথে তুলনা করেছেন। বলেছেন, কেউ ইসরাইলের বিরোধিতা করলে তাকে সহায়তা দিবে ইরান।
শুক্রবার জুমার নামাজের আগে দেয়া খুতবায় তিনি ইরানের যে কোন পরমাণু কর্মসূচির ওপর মার্কিন হামলার বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দেন। খামেনি বলেন, ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। খবর: ডয়েচে ভেলে ও বিবিসি ওয়ার্ল্ড।
খামেনি বলেন, ড্রোন হামলা চালিয়ে কাসেম সোলাইমানিকে হত্যা করার ঘটনা মার্কিন প্রশাসনের জন্য লজ্জার। এর মধ্য দিয়ে তাদের সন্ত্রাসী চরিত্রের প্রকাশ ঘটলো আবারও।
সোলাইমানিকে হত্যার কঠিন প্রতিশোধ নেয়ার কথা আবারও উল্লেখ করেন খামেনি। ৮ জানুয়ারি ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার প্রসঙ্গ টেনে বলেন, উদ্ধত শক্তির মুখে থাপ্পর মারার শক্তি ইরানের আছে। এতেই বোঝা যায়, আল্লাহ আমাদের সহায়।
প্রায় আট বছর পর জুমার নামাজে ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ প্রসঙ্গে দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির অন্যতম নীতিনির্ধারক মাহদি খালাজি বলেন, জুমার নামাজে খামেনির এই ইমামতি প্রতিকী তাৎপর্য বহন করে। ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ যখন গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান তখনই প্রধান ধর্মীয় নেতার খুতবার আয়োজন করা হয়।