ইয়াবা সেবন করার দায়ে ভূমি কর্মকর্তা সমীর কুমার চক্রবর্তীকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শের মাহাবুব মুরাদ।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সমীর কুমারের ইয়াবা সেবনের ১৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পরে। ইয়াবা সেবনের বিষয়টি জানাজানি হলে ফুলপুরসহ ময়মনসিংহজুড়েই ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
শের মাহাবুব মুরাদ জানান, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
ভিডিওটিতে দেখা যায়, অফিসের চেয়ারে বসে তার কয়েকজন সহকর্মীর সহযোগিতায় সমীর কুমার ইয়াবা সেবন করছেন।
জানা গেছে, ফুলপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি-এর কার্যালয়ে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক পদে ২০১৬ সালের মার্চ মাসে যোগদান করেন সমীর কুমার।