ঈদে ঘরমুখী মানুষ সংক্রমণ বাড়াতে পারে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের কারণে শহর থেকে মানুষের গ্রামে যাওয়ার মধ্য দিয়ে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

শনিবার বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রম ছিল। এতে নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ওবায়দুল কাদের। সে সময় তিনি করোনা সংক্রমণের বিস্তার নিয়ে নিজের শঙ্কার কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা উদ্বেগের সাথে দেখছি, মানুষ সামাজিক দূরত্ব না মেনে দলে দলে গ্রামের দিকে যেতে শুরু করেছে। এতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

শপিংমল, ফেরিঘাটসহ বিভিন্ন স্থানে ভিড় করা থেকে বিরত থাকতে তিনি সবার প্রতি আহ্বান জানান। বলেন, স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা উপেক্ষা করে প্রকারান্তরে নিজেদের এবং চারপাশের মানুষের জীবনের গভীর অমানিশা ডেকে আনবেন। এভাবে চলতে থাকলে দুর্যোগের অন্ধকারাচ্ছন্ন অতিক্রমের জন্য অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *