রূপালী ব্যাংকের ৪শ’ ২৩টি সিনিয়র কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।
যারা ১৫ নভেম্বর অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা ২শ’ নাম্বারের লিখিত পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
লিখিত পরীক্ষার কেন্দ্র নির্ধারিত হয়েছে মগবাজার গার্লস হাই স্কুল, গ্রিন ফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, আদর্শ হাই স্কুল ও তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজে।
এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র নিয়েই লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।