উত্তরে আতিকই থাকলেন

0
1423

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র আতিকুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ৪ লাখ ১৫ হাজার ৮০২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল। তিনি পেয়েছেন ২ লাখ ৪২ হাজার ৮৪১ ভোট। বেসরকারিভাবে আতিকুল ইসলামকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

উত্তর সিটিতে অন্যান্য মেয়র প্রার্থীদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রার্থী ডাক্তার আহাম্মদ সাজেদুল হক রুবেল (কাস্তে) পেয়েছেন ১৩ হাজার ৮১৭ ভোট। এনপিপি’র (আম) মো. আনিসুর রহমান দেওয়ান ৩ হাজার ৫২৯ ভোট, পিডিপি’র শাহীন খান (বাঘ)১ হাজার ৯১৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ (হাতপাখা) পেয়েছেন ২৬ হাজার ২৫৮ ভোট।

ঢাকা উত্তর সিটিতে ১৪ লাখ ৬০ হাজার ৭শ’ ৬ জন নারী ভোটারসহ মোট ভোটারের সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২শ’ ৭৩ জন। কেন্দ্র সংখ্যা ছিল ১ হাজার ৩শ’ ১৮টি।

শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট নেয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে একযোগে ভোট গ্রহণ চলে। এবার উত্তর সিটির দুই করপোরেশনের সব কেন্দ্রেই ইভিএম-এ ভোট গ্রহণ হয়।

(দুঃখ প্রকাশ: শনিবার দিবাগত মধ্যরাত থেকে ইন্টারনেট সংযোগ না থাকায় নিউজ আপলোড করা যায়নি। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। : সম্পাদক)