উত্তাল ভারত

ট্যুইটার থেকে অমিত শাহ্-এর পোস্ট প্রত্যাহার

0
1191

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভারত।আন্দোলনকারীদের সাথে বিভিন্ন স্থানে সংঘর্ষ বাঁধছে পুলিশের। নিহত হয়েছেন ৬ আন্দোলনকারী।

এদিকে, বিক্ষোভ ঠেকাতে রাজধানী দিল্লিসহ বিভিন্ন রাজ্যে ১৪৪ ধারা জারী করা হয়েছে। এতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

শুক্রবার উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে দফায় দফায় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রাজ্য পুলিশ। সূত্র: এএনআই ও এনডি টিভি।

অবশ্য পুলিশের দাবি, তারা একটি গুলিও চালায়নি। বরং বিক্ষোভকারীদের হামলায় পুলিশ নীরব ছিল।

বিভিন্ন সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর আন্দোলনকারীরা রাস্তায় নেমে আসে। এসময় পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ারশেল ছোড়ে। গ্রেফতার করা হয়েছে কয়েক হাজার বিক্ষোভকারীকে।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্-এর একটি পোস্ট ট্যুইটার থেকে প্রত্যাহার করেছে ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে।