একদিনেই ১,২৭৩…

0
365

গত ২৪ ঘন্টায় দেশে ১ হাজার ২৭৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৮ জনে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩২৮ জন।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ২৫৬ জন রোগী সুস্থ হয়েছেন। হয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৩ জন।

তিনি বলেন, গতকালের চেয়ে আজ ৩৪৩ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৯৩০ জন।

শনাক্তের হিসাবে দেশে সুস্থতার হার ১৯ দশমিক ৬৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ বলে অতিরিক্ত মহাপরিচালক জানান।

নমুনা সংগ্রহ ও পরীক্ষার বিষয়ে তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৫৭৩টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৬ হাজার ৫০১টি। গতকালের চেয়ে আজ ২ হাজার ৭২টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৪২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৮ হাজার ১১৪টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৬ হাজার ৭৮২টি। আজ গতকালের চেয়ে ১ হাজার ৩৩২টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৪০৮টি।