গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০২ জন। বর্তমানে করোনা রোগীর মোট সংখ্যা ২৩ হাজার ৮৭০ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩৪৯ জন। দেশে এক দিনে করোনায় মৃত্যু আক্রান্ত রোগীর সংখ্যার হিসেবে এটিই সর্বোচ্চ।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান,এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন। তবে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১২ জন।
নাসিমা সুলতানা বলেন, গতকালের চেয়ে আজ ৩২৯ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ২৭৩ জন।