করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৯৪ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।
শুক্রবার অনলাইনে লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর পরিচালক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, এ পর্যন্ত দেশে মোট ৪২৪ জন আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে
ডাক্তার সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘন্টায় ১ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৪ জনের শরীরে তরোনা শনাক্ত হয়েছে।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ২৫ জন নারী রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৬৯ জন এবং নারায়ণগঞ্জের ১৬ জন রয়েছেন। বাকিরা অন্যান্য জেলার।