বিএনপি’র সৌদি আরবের দাম্মাম শাখার সভাপতি ফারুক মোল্লা তার ৪টি ভবনের ভাড়াটেদের এপ্রিল মাসের ভাড়া নিবেন না বলে জানিয়েছেন। করোনা ভাইরাসের কারণে তিনি তার ভাড়াটেদের এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন।
সোমবার বিকেলে সৌদি আরব থেকে ফোন করে তিনি ভাড়াটেদের কাছ থেকে এপ্রিল মাসের ভারা না নেয়ার নির্দেশ দেন। চাঁদপুরের হাজীগঞ্জে তার তিনটি ভবন ও নারায়ণঞ্জে একটি ভবন রয়েছে।
হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল সংলগ্ন একটি ভবন থেকে প্রতি মাসে ৭৭ হাজার টাকা ভাড়া ওঠে। অপর দুইটি ভবন থেকে পান প্রায় পৌণে দুই লাখ টাকা। এছাড়া নারায়ণগঞ্জ শহরের বাসা থেকে প্রতি মাসে পান লক্ষাধিক টাকা। এই চার ভবনের ভাড়া বাবদ প্রতিমাসে তার আয় প্রায় ৪ লাখ টাকা।
ফারুক মোল্লার নির্দেশ পেয়ে সোমবার রাতেই প্রত্যেক ভাড়াটেকে জানিয়ে দেয়া হয়েছে তাদের এপ্রিল মাসের বাসা ভাড়া দেয়া লাগবে না।