এবার লবন সংকটের গুজব

0
948

দেশে সাড়ে ছয় লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবন মজুদ আছে বলে সরকারী তথ্য বিবরণীতে জানানো হয়েছে। এছাড়া পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছেও পর্যাপ্ত লবন মজুদ আছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল লবন সংকটের গুজব ছড়ানোর চেষ্টা করছে।

মঙ্গলবার সন্ধ্যায় তথ্য অধিদফতর থেকে প্রকাশিত বিবরণীতে আরও জানানো হয়, দেশে প্রতিমাসে ভোজ্য লবনের চাহিদা এক লাখ মেট্রিক টন। অন্যদিকে মজুদ রয়েছে সাড়ে ছয় লাখ মেট্রিক টন। তাই ভোজ্য লবনের কোন ঘাটতি নেই। এছাড়া চলতি মাসেই লবন উৎপাদন মৌসুম শুরু হয়েছে।

শিল্প মন্ত্রনালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, লবন সংকটের গুজব ছড়িয়ে অধিক মুনাফা লাভের আশায় লবনের দাম অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান জানানো হয়েছে।

লবন সংক্রান্ত যে কোন তথ্যের জন্য বিসিকে স্থাপিত কন্ট্রোল রুমের ০২-৯৫৭৩৫০৫ ও ০১৭১৫-২২৩৯৪৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।