এমপি মনোনয়ন কে পাচ্ছেন?

0
1770

নির্বাচন কমিশন জাতীয় সংসদের ঢাকা ১০ আসন শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে রোববার। এরপর থেকে রাজনীতির ময়দানে আলোচনা চলছে আসনটিকে ঘিরে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়ে রোববার স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সেদিনই নির্বাচন কমিশন আসনটি শূণ্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। গেজেট প্রকাশের দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

শেখ ফজলে নূর তাপস টানা তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন ঢাকা ১০ আসন থেকে। তার পদত্যাগের পর আসনটিতে মনোনয়ন প্রত্যাশীদের লবিং শুরু হয়েছে বলে জানা গেছে। তবে বেশি শোনা যাচ্ছে শেখ ফজলে নূর তাপসের বড় ভাই, শেখ ফজলুল হক মণির বড় ছেলে শেখ ফজলে শামস পরশের নাম। ইমেজ সংকটে থাকা যুবলীগকে রক্ষা করতে শেখ পরশকে চেয়ারম্যান করা হয়। পরশ ও তাপসের বাবা বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মণিও যুবলীগের চেয়ারম্যান ছিলেন।

বঙ্গবন্ধু পরিবার থেকে শেখ পরশ ছাড়াও শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববির নাম শোনা যাচ্ছে। ক্লিন ইমেজের ববি বর্তমানে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই-এর সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।

এছাড়াও শোনা যাচ্ছে শেখ ফজলে নূর তাপসের স্ত্রী আফরিন তাপসের নাম। স্বামীর নির্বাচনী কাজে সক্রিয় অংশগ্রহণের কারণে ঢাকা ১০ নির্বাচনী এলাকায় পরিচিত মুখ আফরিন তাপস।

বঙ্গবন্ধু পরিবারের বাইরে আলোচনায় এসেছে সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নাম। ঢাকা ১৩ আসনের সাবেক সংসদ সদস্য নানক একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক আশা করছেন দল ও দলীয় প্রধানের প্রতি আনুগত্যের পুরস্কার হিসেবে তিনিই মনোনয়ন পাবেন।

কে পাবেন মনোনয়ন… এমন প্রশ্নে আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।

সূত্র বলছে, হাতে যথেষ্ট সময় আছে, তাই তাড়াহুড়ো নেই। এ মুহূর্তে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ভাবছে দল। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর এ বিষয়ে আলোচনা হবে।