আবহাওয়া অফিস বলছে চলতি মাসেই সারাদেশে তিন দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ আগামী ৪/৫ দিনের মধ্যেই শুরু হতে পারে।
বৃহস্পতিবার আবহাওয়া পূর্বাভাষে বলা হয়েছে, আগামী ৬ জানুয়ারি পর যে কোন দিন এবং মাসের শেষ দিকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে সাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মাসের মাঝামাঝিতে একটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস বলছে, ৬ জানুয়ারি থেকে দেশের তাপমাত্রা আবার কমতে শুরু করবে। এছাড়া শুক্রবার থেকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরপরই শুরু হবে তীব্র শৈত্যপ্রবাহ।
বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেতুলিয়ায়। সেখানে তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া সকালে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার থেকে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
চলতি শীত মৌসুমে গতমাসের মাঝামাঝি সারাদেশে তীব্র শীত অনুভূত হয়। সেসময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেতুলিয়ায়, ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।